বিএনপি-জামায়াতের চক্রান্ত রুখে দেওয়া হবে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ১৫ আগস্টের খুনি ও জাতীয় চার নেতার হত্যাকারীদের খালেদা জিয়া আশ্রয়-প্রশ্রয় দিয়েছিলেন। সেই পশুদের শেখ হাসিনার আমলে খাতির করা হয়নি, তাদের বিচার হয়েছে। বিএনপি-জামায়াত অতীতেও চক্রান্ত করেছে, ভবিষ্যতেও করবে। তবে অতীতের মতো ভবিষ্যতেও তাদের সব চক্রান্ত রুখে দেওয়া হবে।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সঙ্গে বিভিন্ন পেশাজীবী সংগঠনের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘শেখ হাসিনার নির্দেশ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানে আগামী ১ মার্চ বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ‘শিখা চিরন্তনে’ ১৪ দলের নারী-শিশু নির্যাতনবিরোধী সমাবেশ হবে। আগামী ১৭ মার্চ সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মোমবাতি প্রজ্বলন করবে ক্ষমতাসীন জোটটি। কর্মসূচি দুটি সফল করতে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। সারাবিশ্ব এ অগ্রগতির প্রশংসা করছে। তাহলে কেন নারী-শিশু নির্যাতনকারীদের দমন করতে পারব না? তিনি আরও বলেন, নারী-শিশু নির্যাতন প্রতিরোধে আগামী ১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যান থেকে সামাজিক আন্দোলন শুরু করবে ১৪ দল। ওই দিন সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে শপথ নেওয়া হবে।

অঙ্গীকার করব, এ স্বাধীন বাংলাদেশে একটাও নারী নির্যাতন আমরা হতে দেব না। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে কোনো নারী নির্যাতন দেখতে চাই না। অপরাধী যেই হোক, শেখ হাসিনার নেতৃত্বে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হয়নি, হবেও না।

সভায় ১৪ দল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দিলীপ বড়ূয়া, নজিবুল বশর মাইজভাণ্ডারী, এস কে শিকদার, রেজাউর রশীদ খান, ডা. শাহাদাত হোসেন, এজাজ আহমেদ মুক্তা, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ। পেশাজীবী নেতাদের মধ্যে অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও, প্রকৌশলী নুরুজ্জামান, শাহজাহান আলী, হাজেরা সুলতানা, মুর্শিদা আক্তার, রফিকুল আলম, অরুণ সরকার রানা প্রমুখ সভায় যোগ দেন।

বিএ-১২/২৬-০২ (ন্যাশনাল ডেস্ক)