করোনায় আক্রান্ত ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কর্মী, কোয়ারেন্টিনে ৪৭ জন

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বেসরকারি টেলিভিশন ইন্ডিপেনডেন্টের এক কর্মী। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় ওই টেলিভিশনের ৪৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শুক্রবার বিকালে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান নিজের ফেসবুক টাইমলাইনে এ তথ্য জানান।

তবে আক্রান্ত কর্মী দ্রুত সুস্থ হয়ে উঠছেন জানিয়ে এম শামসুর রহমান বলেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের যে সহকর্মী আক্রান্ত হয়েছেন তিনি গত ২৬ মার্চ শেষ অফিস করেছেন। ওই রাতে তিনি মোবাইলফোনে নিজের উপসর্গের কথা অফিসকে অবহিত করেন। এরপর থেকে তিনি নিজ থেকেই কোয়ারেন্টিনে ছিলেন। পরে পরীক্ষা করে উনি ‘কোভিড ১৯’ এ আক্রান্ত বলে শনাক্ত হন।

টেলিভিশনটির ওই কর্মকর্তা আরও জানান, ওই কর্মীর সংস্পর্শে আসা টেলিভিশনের ৪৭ জন কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত অন্য কোনো সহকর্মীর আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ দেখা দেয়নি।

বিএ-১২/০৩-০৪ (ন্যাশনাল ডেস্ক)