ভারত থেকে শিগগিরই ভ্যাকসিন সরবরাহ শুরু হবে

খুব শিগগিরই ভারত থেকে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ শুরু হবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার বিকেলে ঢাকায় অনুষ্ঠিত ভারত সরকারের দেওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারতই প্রথম আমাদের ভ্যাকসিন দিয়েছিল। তবে, ভারতে করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হতে শুরু করায় তারা আমাদের চুক্তি অনুযায়ী ভ্যাকসিন দিতে পারেনি। আশা করি, খুব অল্প সময়ের মধ্যে আবারও ভ্যাকসিন সরবরাহ শুরু হবে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ৪১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। এছাড়া শিগগিরই আরও ৬৮টি অ্যাম্বুলেন্স প্রদানের আশ্বাস দিয়েছেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘করোনা সংক্রমণ বেড়ে গেলে ভারত অক্সিজেন দিয়ে আমাদের সহায়তা করেছে।’

তিনি আরও বলেন, ‘ভারত সবসময় আমাদের বিশ্বস্ত বন্ধু। আজকের মতো আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে।’

অনুষ্ঠান থেকে দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সারা দেশের হাসপাতালগুলোতে আরও ৮১টি অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়।

এসএইচ-১৭/১৩/২১ (ন্যাশনাল ডেস্ক)