দেবী যাচ্ছে স্বামীর ঘরে

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুক্রবার শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দোলায় করে কৈলাসে ফিরে যাবেন দেবী। আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিসর্জনের প্রস্তুতি চলছে। মণ্ডপে মণ্ডপে এখন বাজছে বিদায়ের সুর। সকল অশুভ শক্তিকে দূর করে শুভশক্তির জয় হবে বিজয়া দশমীতে এই প্রার্থনাই করেন ভক্তরা।

পাঁচ দিন বাবার বাড়িতে থেকে বিজয়া দশমীতে দেবী ফিরছেন তার স্বামীর সংসারে।

দেবীকে বিদায় জানাতে তাই সকাল থেকেই রাজধানীর মণ্ডপগুলোতে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা।

বিসর্জন তিথিতে মন্ত্রপাঠ, ঢাকঢোল, শঙ্খ, উলুধ্বনির মধ্য দিয়ে মহাদশমীতে বিহিত পূজা সমার্পণ ও দর্পণ বিসর্জন সম্পন্ন হয়।

পুরোহিতের কণ্ঠে ওঠে পাঁচ দিনব্যাপী শারদীয় দেবীর বিদায়ী মন্ত্র।

দুর্গার বিদায়ক্ষণে দেবীকে এ বছরে শেষবারের মতো দেখতে ও উৎসব আনন্দের শেষ দিনটি উদযাপনে মণ্ডপগুলোতে দেখা গেছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

হিন্দু সম্প্রদায়ের কাছে সিঁদুরের শক্তি যে মহামায়ার কাছে থেকে পাওয়া। তার পায়েই নিবেদন। এরপর সেই সিঁদুর ছুঁইয়ে দেওয়া হয় একে অন্যের কপালে।

বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দুর্গা।

এসএইচ-০৮/১৫/২১ (ন্যাশনাল ডেস্ক)