আলোচনা চলছে ‘যুদ্ধাপরাধী‘ দল জামায়াতের বিচারের বিষয়ে

যুদ্ধাপরাধী দল জামায়াতের বিচারের বিষয়ে আলোচনা চলছে। খুব শিগগিরই আইনি জটিলতা কাটবে। মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের মৃতদণ্ডের রায়ে পর এ কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি রায়ে জামায়াতকে অপরাধী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ৮ বছর আগে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচারের জন্য তদন্তও শেষ হয়। কিন্তু আইনি জটিলতার কারণে থমকে আছে এ বিচার। প্রসিকিউটররা বলছেন- দলের বিচার হতে বাধা না থাকলেও দণ্ড কী হবে তা আইনে বলা না থাকায় বিচারের মুখোমুখি করা যাচ্ছে না জামায়াতকে।

বুধবার এ রায়ের পর প্রসিকিউটররা বলছেন- বিচারের পথ খুলতে আলোচনা চলছে। খুব শিগগিরই তা পরিষ্কার হবে।

এদিন মুক্তিযুদ্ধের সময় ১৯ জনকে হত্যা, লুণ্ঠন, ঘরবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারকে মৃতদণ্ড দেওয়া হয়।

যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু হবে, ততক্ষণ পর্যন্ত তাকে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার কথা বলা হয়েছে।

মোমিন তালুকদার বগুড়া-৩ আসন থেকে দুইবার সংসদ সদস্য হন। ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। বর্তমানে পলাতক রয়েছেন তিনি।

এসএইচ-১৮/২৪/২১ (ন্যাশনাল ডেস্ক)