‘অন-অ্যারাইভাল ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি’

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ রোধে সরকার সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে যাদের ভিসা থাকবে না এবং অন-অ্যারাইভাল ভিসা প্রত্যাশা করবেন, কোনো এয়ারলাইনস যেন তাদের বোর্ডিং পাস না দেয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

দক্ষিণ আফ্রিকা ও আশেপাশের দেশগুলোতে যারা রয়েছেন তাদের দেশে আসার বিষয়ে নিরুৎসাহিত করার জন্য সবগুলো মিশনকে বলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

তিনি জানান, যাদের দুই ডোজ ভ্যাকসিন নেওয়া আছে এবং টেস্ট রিপোর্ট নেগেটিভ থাকবে তারা দেশে এলে, তাদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

এসএইচ-২৮/০২/২১ (ন্যাশনাল ডেস্ক)