বিরোধিতাকারীদের পদ্মা সেতুর নিচ দিয়ে পার হওয়া উচিত: তথ্যমন্ত্রী

পদ্মা সেতু নির্মাণে যারা বিরোধিতা করেছিলেন তাদের সেতুর নিচ দিয়ে পার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের আপামর জনসাধারণের জন্য পদ্মা সেতু করেছেন শেখ হাসিনা। যেহেতু তারাও পদ্মা সেতু ব্যবহার করবেন, সে জন্য জাতির কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। তবে দেশের মানুষ মনে করে, বিএনপি নেতাকর্মীসহ যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিলেন তাদের পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচল করা উচিত।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার কারণে বিএনপির চেয়ারপারসন কারাগারের বাইরে রয়েছেন। কিন্তু খালেদা জিয়া ও বিএনপি নেতারা শেখ হাসিনাকে হত্যা করার জন্য কয়েকবার অপচেষ্টা করেছিলেন। সে জন্য বেগম খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানো উচিত বলে মনে করেন দেশের মানুষ।

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকারের বিদায় ঘণ্টা বাজাতে বাজাতে নিজেদেরই বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে।

এর আগে জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

এসএইচ-০৯/২৬/২২ (ন্যাশনাল ডেস্ক)