২০০ ভারতীয়কে বৃত্তি দেবে বাংলাদেশ

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সৈন্যদের পরিবারের সদস্যদের ২০০টি স্কলারশিপের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গৌহাটিতে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, শান্তি ও স্থিতিশীলতার জন্য আসামে উন্নতির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

এ প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ ও ভারতের উন্নতি একে অপরের পরিপূরক এবং বাংলাদেশে প্রচুর ভারতীয় কাজ করেন এবং বাংলাদেশ ভারতের চতুর্থ বৃহত্তম রেমিটেন্সের উৎস।

এ সময় দুইদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, কানেক্টিভিটি, রেল যোগাযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন দুই নেতা।

এসএইচ-১৭/২৮/২২ (ন্যাশনাল ডেস্ক)