ট্রেনের ভাড়া বাড়ানোর ইঙ্গিত রেলমন্ত্রীর

জ্বালানি তেলেন দাম বৃদ্ধি পাওয়ায় ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ ছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ডাবল লেন চালু হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনে টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

রেলমন্ত্রী বলেন, ‘জ্বালানি বাড়লেও এখনও ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। তবে ভাড়া সমন্বয় করা হবে।’

তিনি আরও বলেন, ‘রেলের দুর্ঘটনা এড়াতে নিজেদের সচেতন হতে হবে। রেলগেট দেওয়া হয় মূলত রেলের নিরাপত্তার জন্য। কিন্তু যারা সড়ক করছেন তাদেরকেও নিরাপদ সড়কের জন্য দায়িত্ব পালন করতে হবে।

নিরাপদ রেলের দায়িত্ব আমার, আমাকে ক্রস করতে গিয়ে যদি কেউ দুর্ঘটনার শিকার হয়, সে দায়িত্ব রেলওয়ে নেবে না।’

এসএইচ-১৩/০৯/২২ (ন্যাশনাল ডেস্ক)