জেলা পরিষদের চেয়ারম্যান পদে ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২২ জন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রোববার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে।

আগামী ১৭ অক্টোবর হতে যাওয়া ৬১ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন মোট ১৬২ জন। একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ১৯ জন।

চেয়ারম্যান পদে মোট জমাপড়া মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৪২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

যেসব জেলার চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

কুমিল্লা, কুড়িগ্রাম, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, শরিয়তপুর, লালমনিরহাট, সিরাজগঞ্জ ও সিলেট।

তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর।

এসএইচ-১১/১৮/২২ (ন্যাশনাল ডেস্ক)