দমনপীড়ন মোকাবেলা করেই সমাবেশ সফল করব

সরকারের দমনপীড়ন ও সন্ত্রাস মোকাবেলা করেই ১০ জানুয়ারি ঢাকার সমাবেশ করতে বিএনপি প্রস্তুত বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মির্জা আব্বাস। সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য এই প্রত্যয় ব্যক্ত করেন। মির্জা আব্বাস বলেন, ‘আমাদের মহানগরে নেতারা কেউ বাসায় থাকতে পারছেন না। সরকার এ রকম সন্ত্রাসমূলক আচরণ করে ঢাকায় একটা দুরাবস্থা সৃষ্টি করেছে। সরকারের কাছে আহ্বান, আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করার কাজে কোনো বাধার সৃষ্টি করবেন না।’  নয়া পল্টনের বাইরে বিকল্প প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান আর তুরাগপাড় ছাড়া ঢাকার ভেতরে সন্তোষজনক কোনো স্থান, তারা যদি আমাদেরকে বলতে পারে- তাহলে আমরা চিন্তা করে দেখব।’ সমাবেশের লিফলেট বিতরণকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ইশরাক হোসেনের ওপর হামলা ও তার গাড়ির ভাঙচুরের ঘটনার নিন্দা জানান মির্জা আব্বাস।