কাতার যাত্রায় স্বাস্থ্য পরীক্ষার জটিলতায় বাতিল হচ্ছে ভিসা

স্বাস্থ্য পরীক্ষার সিরিয়াল পেতে সময় লাগায় কাতার যেতে ভোগান্তি পোহাচ্ছেন অনেক বাংলাদেশি। একমাত্র সেন্টারে অনলাইনে স্বাস্থ্য পরীক্ষার সময় পেতে কখনো কখানো লাগছে ২-৩ মাস সময়; নষ্ট হচ্ছে কাঙ্খিত ভিসা। সংকট সমাধানে শিগগিরই বিষয়টি নিয়ে কাতারের সাথে আলোচনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।

দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার কাতারে বাংলাদেশি শ্রমিক আছে ৪ লাখের বেশি। করোনা সংকট কাটিয়ে বর্তমানে কাতারের ভিসা ইস্যুর পরিমান বেড়েছে। একারণে ভিসা নিশ্চিতে বেড়েছে স্বাস্থ্য পরীক্ষার চাপ।

আগে একাধিক স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা অনুমোদন থাকলেও বর্তমানে কেবল বাংলামোটরের কাতার মেডিকেল সেন্টারের প্রতিবেদন গ্রহণ করা হয়। মাত্র একটি কেন্দ্রে পরীক্ষা করায় দিনের পর দিন চেষ্টা করেও অনেকে সিরিয়াল পাচ্ছেন না।

অনেকে আবার সিরিয়াল পাবার পর পরীক্ষা কেন্দ্রে গিয়ে দিনভর অপেক্ষা করে নমুনা দিতে পারছেন না, নিতে হচ্ছে নতুন তারিখ।

এই অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে রাজি হয়নি কাতার ভিসা সেন্টার।

বায়রার নির্বাহী কমিটির সদস্য আরিফুর রহমান বলেন, ভিসা ডিমান্ড আনার পর স্বাস্থ্য পরীক্ষার এসব জটিলতায় নষ্ট হচ্ছে অনেকের কাঙ্ক্ষিত ভিসা।

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, পরীক্ষার সময় নির্ধারণের বিষয়টি কাতার সরকারের ওপর নির্ভর করে। সংকট সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগী হতে হবে।

শিগগিরই কাতারের সাথে আলোচনায় বসা হবে বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী।

এসএইচ-০৭/০৬/২৩ (ন্যাশনাল ডেস্ক)