সামাজিক যোগাযোগমাধ্যম, স্পোর্টস চ্যানেলসহ টেলিভিশন, ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মে অনলাইনে বাজি ও জুয়ার বিজ্ঞাপন বন্ধে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসেঙ্গে বিকাশ, নগদ, উপায় ও রকেটসহ এ ধরনের সব মোবাইল আর্থিক পরিষেবা থেকে অনলাইন জুয়ার লেনদেন বন্ধে বাংলাদেশ ব্যাংককেও নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামাল হোসেন মেহজী।
অনলাইন প্লাটফর্মে ইন্টারনেটভিত্তিক জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত বছরের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মিফতাউল আলম ও সুমিত কুমার সরকারের জনস্বার্থে রিট আবেদন করেছিলেন।
এর আগে ২০২২ সালের ১৮ ডিসেম্বর হাইকোর্টের একই বেঞ্চ বিভিন্ন খেলা চলাকালে অনলাইন প্লাটফর্মে ইন্টারনেট ভিত্তিক জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
এসএইচ-০৩/১১/২৩ (ন্যাশনাল ডেস্ক)