বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে আবার দেখা হবে লিখে বাংলা ভাষায় টুইট করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯ টা ৫ মিনিটে এক টুইটে তিনি লেখেন, দেখা হবে ঢাকা।
টুইটে এই সফরকে একটি ফলপ্রসূ সফর হিসেবে উল্লেখ করেন মার্কিন আন্ডার সেক্রেটারি।
এছাড়াও টুইটে সরকারের কর্মকর্তা, সুশীল সমাজ, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসসহ ঢাকাস্থ দূতাবাস টিমকে ধন্যবাদ জানান উজরা জেয়া।
উজরা জেয়া লেখেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য জোরালো পদক্ষেপ, শ্রম অধিকার, রোহিঙ্গা সহায়তাসহ অংশীজনদের সাথে সমন্বয় অব্যাহত রাখতে আমরা উন্মুখ।
এর আগে আন্ডার সেক্রেটারি উজরা জেয়া চার দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান। এরপর বুধবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির ঘুরে এসে ঢাকায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পৃথক বৈঠক করেন ৷
চার দিনের বাংলাদেশ সফর শেষে বৃহস্পতিবার রাতে উজরা জেয়া ঢাকা ছাড়েন ৷ তার আগে গুলশানে সালমান এফ রহমানের বাসভবনে রাত ৯টা থেকে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন তিনি৷
এসএইচ-১০/১৪/২৩ (ন্যাশনাল ডেস্ক)