৬৪ জেলাতেই ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

৬৪ জেলাতেই ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। হাসপাতালগুলোতে চাপ সামলাতে খোলা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড।

সিলেটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন রোগী। ডেঙ্গু শনাক্ত হয়েছে ৫ জনের।

রাজশাহীতে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭১ জন রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ জন।

এদিকে ডেঙ্গু নিধনে মাঠে নেমেছে রাজশাহী সিটি করপোরেশন। নগরীর বিভিন্ন ওয়ার্ডে গিয়ে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অন্যান্য জেলাতেও ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। সরকারি বড় হাসপাতালগুলোতে প্রতিদিন গড়ে রোগী ভর্তি হচ্ছে ১ থেকে দেড়’শ জন।

এবারের পরিবর্তিত ভেরিয়েন্টের কারণে ডেঙ্গু ছড়াচ্ছে দ্রুত হারে। জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথার মতো যেকোন উপসর্গের ক্ষেত্রে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এসএইচ-০৮/১৫/২৩ (ন্যাশনাল ডেস্ক)