গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গিয়ে হামলাকারীদের শনাক্ত করেছেন ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের পরাজিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে যান এই কনটেন্ট ক্রিয়েটর।
গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামী সনাক্ত শেষে হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘ডিবিকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসামীদের ধরেছেন। আমার একটাই দাবি থাকবে, যে পুলিশগুলো ভেতরে ছিলো আমাকে মারার সময় সাংবাদিকদের অনেকে বলেছিলো যে আলমকে মারছে আপনারা যান। কিন্তু তারা কার নির্দেশে কেন্দ্র থেকে বের হলো না আর আমাকে বাঁচাতে কেন তারা সহযোগীতা করলো না?’
এদিকে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, হিরো আলমের ওপর হামলার ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছেন তারা। হামলাঁয় অন্য কোনো উদ্দেশ্য আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
হারুন বলেন, ‘এটার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। কে কোন দলের আমরা সেটা বিবেচনায় আনছি না। আমাদের মুল কাজটি হচ্ছে হিরো আলম একজন প্রার্থী ছিলেন তার উপর যারা আঘাত করেছেন কি কারণে করেছেন তা আমরা তদন্ত করে বের করবো।’
হামলার ফুটেজ দেখে শনাক্ত আরো ৫ থেকে ৬ জনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এসএইচ-০৬/২০/২৩ (ন্যাশনাল ডেস্ক)