ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মো. সাইফুল ইসলাম (২৩) নামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে সাতপাখি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহতের বড় বোন মো. লাকি আক্তার জানান, সাইফুল একজন বোরকা ব্যবসায়ী।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের খেজুবাগ সাতপাখি রোডে তার বোরকার দোকান রয়েছে। রোববার রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় ফেরেন।
তার অভিযোগ, সাতপাখি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা কথা বলার জন্য সাইফুলকে বাসা থেকে ডেকে নেয়। কিছুক্ষণ পরে চিৎকার শুনে সাতপাখি সড়কে গিয়ে দেখা যায়, তাকে কুপিয়ে জখম করা হয়েছে।
লাকি আক্তার আরও বলেন, ‘আমার ভাইয়ের মাথায় এলোপাতাড়ি কুপিয়েছে। তার দুটি চোখ তুলে ফেলেছে সন্ত্রাসীরা।’
সাতপাখি এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘এলাকা মাদকে ছেয়ে গেছে। কেউ প্রতিবাদ করতে গেলে জীবন নিয়ে বসবাস করা মুশকিল। মাদক কারবারিরা সবচেয়ে বেশি ক্ষমতাধর।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান বলেন, ‘এক যুবককে কুপিয়ে হত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’
এসএইচ-০৫/৩১/২৩ (ন্যাশনাল ডেস্ক)