ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

ঢাকা মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার পর এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে  কৃষি মার্কেট এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। মার্কেটের বাইরে থেকে আগুন দেখা না গেলেও, ভেতরের দোকানগুলো আগুনে পুড়ছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত তিনটা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার খবর পান তাঁরা। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও দুটি ইউনিট।

নিয়ন্ত্রণ কক্ষ আরও জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তিন ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

কীভাবে আগুনের সূত্রপাত, তা এখন পর্যন্ত জানা যায়নি বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশিদ বিন খালেদ জানিয়েছেন।

এদিকে মোহাম্মদপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দেবলাল সরকার বলেন, রাত চারটার দিকে আগুন লাগার সংবাদ পান তাঁরা। পরে থানার কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর তাঁরা পাননি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলে স্থানীয় অনেক মানুষ ভিড় করেছেন। তাঁদের অনেকেই আগুন নেভাতে হাত লাগিয়েছেন।

এসএইচ-০১/১৪/২৩ (ন্যাশনাল ডেস্ক)