ভিসা নিষেধাজ্ঞার সংখ্যাটি বড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্কিন ‍যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় যারা পড়বেন এমন সংখ্যা বড় নয়, খুবই অল্প বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভিসানীতির বিষয়টিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর কথাও বলা আছে। এ বিষয়টি নিয়ে কয়েকদিন আগে আমাদের জানানো হয়েছিল।

এ সময় তিনি বলেন, ‘আমরা তাদের কাছে জানতে চেয়েছি। আপনারা এটা মার্কিন দূতাবাস বা স্টেট ডিপার্টমেন্ট থেকে হয়তো জানতে পারবেন। এটার বিষয়ে দুই দিন আগেই হেডস আপ দেওয়া হয়েছিল। এটা নিয়ে প্রধানমন্ত্রীর সাথেও তারা কথা বলেছে। আমাদের সংখ্যা সম্বন্ধে একটা ধারনা দেওয়া হয়েছে। তারা যদি না বলেন… মার্কিন দূতাবাস হয়তো বলতে পারবে। তবে সংখ্যাটি বড় নয়, ছোট এটা বলতে পারি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সঙ্গে গতকালও খুব ভালো বৈঠক হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে। যারা নিকট অতীতে বাংলাদেশ সফর করেছেন এবং পুরো বিষয়ের প্রক্রিয়ার মধ্যে ছিলেন। সেখানে আমাদের পক্ষ থেকে তাদের বিস্তারিত বলা হয়েছে।

এসএইচ-০৫/২২/২৩ (ন্যাশনাল ডেস্ক)