বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা, ‘ক্রাইম সিন’ অঞ্চল ঘোষণা

ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে ‘ক্রাইম সিন’ লেখা ফিতা টানিয়ে দিয়েছে পুলিশ। তাতে আরও লেখা আছে, ‘ডু নট ক্রস’।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ‘ক্রাইম সিন’ লিখে বেষ্টনী দিয়ে ঘিরে রাখার অর্থ হচ্ছে, ওই বেষ্টনী পেরিয়ে বিএনপি কার্যালয়ে কেউ প্রবেশ করতে বা বের হতে পারবে না। অপরাধ তদন্তের জন্য সেখান থেকে পুলিশ আলামত সংগ্রহ করছে। পুলিশের তদন্তকাজের এ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিএনপি কার্যালয় কার্যত বন্ধ থাকবে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। এসব আলামত কেমিকেল ল্যাবরেটরিতে পাঠানো হবে।

ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ‘ক্রাইম সিন’ হিসেবে বিবেচনা করছে পুলিশ।

রোববার সকালে নয়াপল্টন এলাকায় গিয়ে দেখা যায়, বিএনপি কার্যালয় হলুদ টেপ দিয়ে ঘেরাও করা হয়েছে। দাঙ্গা পুলিশ সেখানে পাহারা দিচ্ছে।

পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) একটি ফরেনসিক তদন্ত দল সেখান থেকে অপরাধের আলামত অনুসন্ধান করতে দেখা গেছে। একটি দল কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।

জানতে চাইলে ফরেনসিক বিভাগের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘এখানে কী ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়েছে, সে ব্যাপারে আমরা তদন্ত করছি। আমরা ১০ ধরনের আলামত সংগ্রহ করেছি। বিধি অনুযায়ী আলামত পরীক্ষার জন্যে পাঠাব। ফরেনসিক থেকে তারা আমাদের রিপোর্ট দেবে, কী ধরনের আলামত দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে।’

এছাড়া, নয়াপল্টনে প্রতিটি গলির মুখে অনেক দাঙ্গা পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। সড়কে একটি জলকামান দেখা গেছে।

বিএনপি অফিসের আশপাশ থেকে রিকশা ও পথচারীদের দূরে সরিয়ে দিচ্ছে পুলিশ। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নয়াপল্টনের প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। শুধু নিত্যপ্রয়োজনীয় কয়েকটি দোকান খোলা আছে।

সড়কের বিভিন্ন গলির ভেতরের অনেক বাসার গেট বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে ব্যারিকেড দিয়েছে। সেখান দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এই সড়কে কোনো যানবাহন চলতে দেখা যায়নি। তবে কিছু রিকশা চলতে দেখা গেছে।

নয়াপল্টনের দুই প্রান্তে নাইটিঙ্গেল মোড় ও আরামবাগ মোড়েও তেমন কোনো যানবাহন চলতে দেখা যায়নি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। কার্যালয়ের সামনে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশে রাখা হয়েছে জলকামান ও প্রিজন ভ্যান। আর কার্যালয়কে ঘেরাও করে রাখা হয়েছে ক্রাইম সিনের ফিতা দিয়ে।

এ বিষয়ে পল্টন জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রোহানী সংবাদমাধ্যমকে বলেন, ‘যেহেতু নয়াপল্টন ও আশপাশ এলাকায় অরাজকতা হয়েছে, পুরো অঞ্চলটিকেই ক্রাইম সিন অঞ্চল ঘোষণা করা হয়েছে। আর যে অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে সেখান থেকেই মূলত হামলার নির্দেশনা এসেছিল, ককটেলের সরবরাহ হয়েছিল। এ কারণে এই অংশটি বেষ্টনী দিয়ে রাখা হয়েছে।

এসএইচ-০২/২৯/২৩ (ন্যাশনাল ডেস্ক)