সংলাপ নয়, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। বুধবার সকালে নির্বাচন ভবনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
ইসি সচিব বলেন, সংবিধানে নির্ধারিত সময়ের মধ্যে ভোট করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। নির্বাচনে বিভিন্ন মন্ত্রণালয়ের করণীয় সম্পর্কে বৈঠকে নির্দেশনা দেয়া হয়েছে।
সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কর্মকর্তাদের সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে বসতে যাচ্ছে ইসি। দুই ভাগ হয়ে আগামী ৪ নভেম্বর ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছে কমিশন।
এসএইচ-১১/০১/২৩ (ন্যাশনাল ডেস্ক)