২৮ অক্টোবরের ঘটনায় দুঃখ প্রকাশ বিএনপির নেতাদের : দাবি ডিবি প্রধানের

২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় রিমান্ডে থাকা বিএনপির নেতারা দুঃখ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।

ডিবি প্রধান বলেন, রিমান্ডে থাকা বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রথমে হামলা ও সহিংসতার সাথে বিএনপির সম্পৃক্ততার কথা অস্বীকার করে। পরে সিসিটিভি ফুটেজ, হামলায় অংশগ্রহণে দলীয় নেতা-কর্মীদের ভিডিও ফুটেজ দেখানোর পর তাঁরা দুঃখ প্রকাশ করেন। ২৮ অক্টোবরের নাশকতায় জড়িত আরও পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান হারুন।

গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ হত্যা, প্রধানবিচারপতির বাসভবনে হামলা, গাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনায় শুধু রাজধানীতে মামলা হয়েছে শতাধিক।এসব মামলায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্য রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসব ঘটনায় রিমান্ডে আছেন অনেকেই।

পুলিশ বলছে, ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত যারা সহিংসতায় জড়াচ্ছে তাদের কাউকে ছাড় দেয়া হবেনা।

এসএইচ-১১/০৮/২৩ (ন্যাশনাল ডেস্ক)