অবরোধের ২৭ ঘণ্টায় সারা দেশে ১৩ যানবাহনে আগুন, ছাড়েনি দূরপাল্লার বাস

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে ১৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে যাত্রীবাহী বাস পুড়েছে ৭টি, কাভার্ডভ্যান ৪টি, ট্রাক ২টি। তৃতীয় দফায় বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় ও শেষ দিন চলছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এ ছাড়া সকাল থেকে রাজধানীর সড়কে গণপরিবহন স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম চলাচল করতে দেখা গেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়েছে। ক্ষুদেবার্তায় বলা হয়েছে, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এই ২৭ ঘণ্টায় সারা দেশে ১৩টি আগুনের সংবাদ পাওয়া গেছে।

এর মধ্যে, ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর, জিগাতলা) পাঁচটি, ঢাকা বিভাগে (গাজীপুর) তিনটি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) একটি, রাজশাহী বিভাগ (শিবগঞ্জ, বগুড়া) একটি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) দুটি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) একটি আগুনের ঘটনা ঘটে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ হামলার অভিযোগ করে ২৯ অক্টোবর সারা দেশে হরতাল ডাকে দলটি। পরে সেই হরতালে সমর্থন জানান জামায়াতে ইসলামী।

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন সর্বাত্মক অবরোধ ডাকে দল দুটি। পরে দ্বিতীয় দফায় ৫ থেকে ৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮ থেকে ৯ নভেম্বর অবরোধের ডাক দেয় বিএনপি-জামায়াত।

বুধবার সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা ছিল খুবই কম। রাজধানীর কমলাপুর থেকেও সবকটি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। এ ছাড়া শিডিউল অনুযায়ী পূর্ব ও পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেন যথাসময়ে কমলাপুর স্টেশনে পৌঁছেছে।

যদিও সবার মধ্যেই আতঙ্ক আছে। তবে অবরোধের কারণে ঢাকায় যানজট কমেছে। দূরপাল্লার বাস না থাকায়জ্যাম পড়ে না। আবার যানজট কম থাকায় খুব দ্রুতই গন্তব্যে পৌঁছানো যাচ্ছে।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে তৃতীয় দফার ৪৮ ঘণ্টার দ্বিতীয় দিন অবরোধ সমর্থনে বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেছে নেতাকর্মীরা।এদিন সকাল আটটায় উত্তরা-আশুলিয়া সড়কে রিজভী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং করেন এবং মিছিল করেন।

এদিকে অবরোধ সমর্থনে মিছিল করেছে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। রাজধানীতে অবরোধ সমর্থনে মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা।

রিজভীর সঙ্গে বিক্ষাভ মিছিলে অংশ নেন- বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের বিএনপি নেতা কফিল উদ্দিন, এবিএম আবদুর রাজ্জাক, মোস্তফা জামান, ওয়াকিল প্রমুখ।

অবরোধ সমর্থনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক নেতৃত্বে মিছিল হয়েছে। মিরপুর ১৩ এলাকায় রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় পুলিশ একজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এতে অংশ নেন- ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানার আমীর টুটুল, অঞ্চল টীম সদস্য আলাউদ্দিন মোল্লা, ছাত্রশিবিরের মহানগর পশ্চিমের সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ, মাহমুদউল্লাহ রিয়াদ, শ্রমিক নেতা মিজানুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আমীর আব্দুল মতিন খান, অধ্যাপক আনোয়ারুল করিম ও ডা. আহসান হাবীব জামায়াত নেতা মুসআব মুহাইমিন, আতিক হাসান, আশিক, আলী হাসান, আশিকুর রহমান, গোলাম রাব্বানী, আনিস, জাকির ও পরশ প্রমূখ।

সকালে গুলশান- তেজগাঁও লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াতের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকারের নেতৃত্বে অবরোধ কর্মসূচিতে অংশ নেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য নোমান আহমেদি, এম আব্দুল্লাহ, আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা কলিম উল্লাহ ও ফরিদ আহমেদ প্রমূখ।

রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. আবদুল মান্নানের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু আম্মার, শামসুল বারী, মুতাসিম বিল্লাহ, নুর উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখার প্রচার সম্পাদক মুহিব্বুল্লাহ হোসাইনিসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রাজধানীর খিলগাঁও এলাকায় রামপুরা-ডেমরা সড়ক অবরোধ করছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আবদুস সালামের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, মোঃ শাহজাহান, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখার এইচআরডি সম্পাদক তাজুল ইসলাম ফয়সাল, খিলগাঁও থানা সভাপতি নাঈমুল ইসলাম সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 এসএইচ-০১/০৯/২৩ (ন্যাশনাল ডেস্ক)