আমরা উন্নয়নের নামে অত্যাচার-লুটপাট করছি: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘আমরা উন্নয়নের নামে মানুষকে অত্যাচার করছি, উন্নয়নের নামে লুটপাট করছি, উন্নয়ন করছি না। দেশে গণতন্ত্রের নামে চরম স্বৈরতন্ত্র, অত্যাচারী স্বৈরতন্ত্র চালছে।’

শনিবার দুপুরে ঢাকার বনানীতে দলীয় চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বেশ কয়েকজন আইনজীবীর জাপায় যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘কোনো কারণে যদি এই সরকার প্রধান পরিবর্তন হয়, কোনো কারণে…ন্যাচারাল ওয়েতেও যদি হয়, তখন চিন্তা করতে হয় সামনে দেশ কোথায় যাবে!’

জি এম কাদের বলেন, ‘আজকে আপনারা বাংলাদেশের কথাই চিন্তা করেন, ন্যাচারাল…মানুষ তো আমরা সবাই। বয়স হয়েছে, আজকে আছি, কালকে থাকব না। অসুস্থ হতে পারি, কাজে অকর্মণ্য হতে পারি, মারাও যেতে পারি। তখন দেশ কোথায় যাবে? তাহলে এটা কীসের স্থিতিশীল? যদি কালকে হঠাৎ করে খবর হয়, তার পরে যদি দেশের মধ্যে আগুন লেগে যায়, চারপাশে মারামারি-কাটাকাটি শুরু হয়— এটা কি স্থিতিশীল হলো?’

তিনি বলেন, ‘আমরা চাই এমন সরকার, যে সরকার পরিবর্তন হলেও দেশে স্থিতিশীলতা থাকবে। সামাজিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, তাহলেই বিদেশি বিনিয়োগ আসবে। তাহলেই মানুষ নিশ্চিন্তে ঘুরতে পারবে। বিদেশিরা আসবে, বিনিয়োগ করবে, তারা ব্যবসা করতে পারবে। এটাতে স্থিতিশীল অর্থনীতি তৈরি হবে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা অস্থিতিশীলতার বীজ বপন করে যাচ্ছি। আমরা উন্নয়নের নামে মানুষকে অত্যাচার করছি, উন্নয়নের নামে লুটপাট করছি, উন্নয়ন করছি না। আমরা গণতন্ত্রের নামে চরম স্বৈরতন্ত্র, অত্যাচারী স্বৈরতন্ত্র দেশে চালু করেছি। দেশকে এখান থেকে বাঁচাতে হবে। আমরা সে জন্য সামনের দিনে কাজ করতে চাই।’

এসএইচ-০৬/১১/২৩ (ন্যাশনাল ডেস্ক)