সরকার ৫৭ সেকেন্ডে ৪৩ সিল মারার নির্বাচনের জন্য বেসামাল: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘৫৭ সেকেন্ডে নৌকা মার্কায় ৪৩ সিল মারার নির্বাচন করার জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকার বেসামাল হয়ে পড়েছে।’

শনিবার সন্ধ্যায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, অতীতের মতো আরেকটি ভুয়া নির্বাচনের তামাশা করতে এই ফ্যাসিস্ট সরকার বেপরোয়া এবং ভয়ংকর হয়ে উঠেছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, এই পরিস্থিতিতে জনগণ এখন ১৯৭১ সালের মতো ভয়ংকর পরিবেশে বসবাস করছে। পুলিশের অতি দলবাজেরা এখন আওয়ামী লীগের কর্মচারীতে পরিণত হয়েছে।

রিজভী আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা র‌্যাব-পুলিশের পোশাক পরিহিত আওয়ামী পুলিশ লীগকে গণতন্ত্রকামী মানুষের বাড়িঘর চিনিয়ে দিচ্ছে। নিজেরাও মারধর করে পুলিশে দিচ্ছে।

নেতা-কর্মীদের অব্যাহতভাবে গ্রেপ্তারের অভিযোগ করে রিজভী বলেন, রাজধানী ঢাকায় আলোচনা সভায় যোগ দিতে গেলে জাতীয় দলের এহসানুল হুদাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। কুমিল্লার বুড়িচংয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা জাকিরকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরদিন তাঁর লাশ পাওয়া যায়। সম্প্রতি ফরিদপুরের বিএনপির এক আইনজীবী নেতাকে গ্রেপ্তার করতে গেলে আতঙ্কে তাঁর স্ত্রী মারা যান। একাত্তরের মতোই দেশের প্রতিটি জনপদে, গ্রামগঞ্জে মানুষ ঘরবাড়ি ছেড়ে এখন বনবাদাড়ে, মাঠে-প্রান্তরে, ফসলের খেতে পলাতক জীবন যাপন করছেন।

সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থার দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত সর্বাত্মক সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, ‘আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু শাসক দল হাতুড়ি-চাপাতি লীগ লগি-বইঠাধারী আওয়ামী সন্ত্রাসীরা বিরোধী দলের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে যানবাহনে আগুন দিচ্ছে, তাণ্ডব চালাচ্ছে।’

সংবাদ সম্মেলনে রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩১৫ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২টি মামলা করে ১ হাজার ৩৭০ জনের বেশি নেতা-কর্মীকে আসামি করা হয়।

এসএইচ-০৯/১১/২৩ (ন্যাশনাল ডেস্ক)