৬৫তম বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। এবারও দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তার মধ্যে যুবায়েরপন্থীরা ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি ইজতেমার আয়োজন করবেন। আর সাদপন্থীরা একই মাসের ৯, ১০ ও ১১ তারিখ ইজতেমার আয়োজন করবেন।
সে হিসেবে বলা যায়, ভোটের পরেই আয়োজিত হবে এবারের ইজতেমা। কারণ, আগামী বছরের ২৯ জানুয়ারি বর্তমান একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হচ্ছে। সংবিধান অনুযায়ী তার আগেই নির্বাচন আয়োজনের বাধ্যবধকতা রয়েছে।
বুধবার বিকেলে ৬৫তম বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ইজেতমার তারিখ ঘোষণা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমা আয়োজনের তারিখ নিয়ে দুই মাওলানার অনুসারীরা একমত হতে পারেনি। পরে আমরা ঠিক করে দিয়েছি। তাদেরকে দেওবন্দ পাঠিয়েছিলাম। বৈঠকও করি, কিন্তু তারা একমত হয় না। তাদের মধ্যে পার্থক্য বেশ। সাদ ও যুবায়ের একসাথে এক প্লেটে ভাত খাওয়া মানুষ, সেখান থেকে খুন-দাঙ্গা হয়েছে।
এসএইচ-০৪/১৫/২৩ (ন্যাশনাল ডেস্ক)