গুমের স্থান সম্পর্কে কিছু জানতে চায়নি জাতিসংঘ: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের কাছে গুমের স্থান সম্পর্কে জাতিসংঘ কোনো কিছু জানতে চায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।

বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এর আগে, গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, জাতিসংঘ আটকে রাখার ‘গোপন স্থানের’ তালিকা চায়। এই সংবাদের প্রসঙ্গে তা জানানো হয়।

সেহেলী সাবরিন জানান, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ওয়াশিংটন সফরের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত। রীতি না থাকায় সেই সূচি প্রকাশ করবে না সরকার।

নির্বাচনের তফসিল ঘোষণার পরে বিদেশি কোনো রাষ্ট্র এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, নির্বাচনের ব্যাপারে বিদেশি কোনো রাষ্ট্রর সহায়তা চায়নি বাংলাদেশ।

আগামী ১৮ থেকে ২২ নভেম্বর ঢাকা সফর করবে কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ দল। আর শিগগিরই বাংলাদেশে আসবে ইইউ বিশেষজ্ঞ দল।

সেহেলী সাবরিন বলেন, ২০২২ থেকে ২০২৭ মেয়াদে ইউনেস্কো নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

এসএইচ-০৯/১৬/২৩ (ন্যাশনাল ডেস্ক)