হরতালে বাস চালানোর ঘোষণা পরিবহন মালিক সমিতির

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালে পণ্য ও যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার এ সংক্রান্ত একটি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের ডাকা রোববার ও সোমবার হরতালে ঢাকাসহ সারা দেশে পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।

হরতাল-অবরোধে সারা দেশে ১২০টি যানবাহনে আগুন দেয়া হয়েছে জানিয়ে এনায়েত উল্যাহ বলেন, আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ কোনোভাবেই বরদাস্ত করা যায় না।

এদিকে হরতালের আগে রাতে রাজধানীতে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কাফরুল ও গুলিস্তানে দুটি যাত্রীবাহী বাসে এ অগ্নিসংযোগ করা হয়।

রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে দলটি।

গত বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।’

এসএইচ-০৯/১৮/২৩ (ন্যাশনাল ডেস্ক)