তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল চলছে। দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপি ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি ঘোষণা করেছিল।
এর আগে, গত ২৮শে অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর বিএনপি একদিনের জন্য হরতালের ডাক দিয়েছিল। এরপর থেকে পাঁচ দফায় মোট ১০দিন অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।
রোববার ভোর ছয়টা থেকে আনুষ্ঠানিকভাবে হরতাল শুরু হলেও আগের রাতেই জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। সকাল সাড়ে ৮টার দিকে কাজী আলাউদ্দিন রোডের ওয়ানস্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি জানান, দুর্বৃত্তরা অটোরিকশাটি লক্ষ্য করে এক বা একাধিক ককটেল নিক্ষেপ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলায় হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও গুলি বর্ষণের অভিযোগ উঠেছে। রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর পোলের গোড়া নামক স্থানে ফেনী-নোয়াখালী মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের কমপক্ষে ২০ জন ছররা গুলিতে আহত হয়েছেন। এ ছাড়া পাঁচজনকে মারধর করা হয়েছে। এ ঘটনায় বিকেল পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের অনুসারীরা আজিজপুর পোলের গোড়া এলাকায় ফেনী-নোয়াখালী মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মহাসড়কের প্রায় ১০০ গজ অতিক্রমের পরই কয়েকটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় এসে অতর্কিতে মিছিলে হামলা চালায় একদল লোক। তারা মিছিলকারীদের দিকে গুলি ছুড়তে থাকে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ছররা গুলিতে মিছিলকারীদের বেশ কয়েকজন আহত হন। ঘটনার বেশ কিছু সময় পর পুলিশ ঘটনাস্থলে আসে। তখন মিছিলকারীদের কেউ সেখানে ছিলেন না।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, মিছিলে গন্ডগোলের খবর শুনেছেন ঘটনার অনেক পরে। পুলিশ গিয়ে কাউকে পায়নি। পরে খোঁজ নিয়ে জেনেছেন, বিএনপির জয়নুল আবেদিন ফারুকের সঙ্গে বিরোধের জের ধরে নাকি হামলা হয়েছে। তবে সেখানে গুলির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। আহত কাউকেও পাওয়া যায়নি। এলাকায় পুলিশের টহল রয়েছে।
গাজীপুর : গাজীপুরের শহীদ বরকত সরণি এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দুপুর ২টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সামাদ মিয়া সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক বলেন, ‘বাসন থানা পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার ভোরে শ্রীপুর গিলাশ্বর আবদুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুনের ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, ভোরে যে কোনো এক সময় কে বা কারা স্কুলের শ্রেণিকক্ষে আগুন ধরিয়ে দেয়। শ্রেণিকক্ষের একাধিক বেঞ্চ পুড়ে গেছে।
সুনামগঞ্জ : সুনামগঞ্জ পৌর এলাকায় বিএনপির নেতাকর্মী ও পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।রোববার সকাল ১১টার দিকে আরেফিননগরে এ ঘটনা ঘটে।
বিএনপির অভিযোগ, হরতালের সমর্থনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় কয়েকজন আহত হন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, ‘তারা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাটোর : বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার ভোররাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় গেছে, ভোরে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ‘মুক্তি সোনা’ বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সে সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসি নাসিম আহমেদ ডেইলি স্টারকে বলেন, ‘ধারণা করা হচ্ছে হরতাল সমর্থকরা এই আগুন দিয়েছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।’
বরিশাল : বরিশালে হরতালের সমর্থনে ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ ছাড়া নগরের নথুল্লাবাদ, বগুড়া রোড ও আমানতগঞ্জ এলাকায় ঝটিকা মিছিল করে বিএনপি, মহানগর স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল।
আমানতগঞ্জ এলাকায় মিছিল শেষে ফেরার পথে ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল কবিরাজকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। মহানগর বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার রাতে নগরের রূপাতলী এলাকায় নগর বিএনপির নেতা-কর্মী হরতালের সমর্থনে মশালমিছিল করেন। রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় নগর বিএনপির সদস্য আফরোজা খানমের নেতৃত্বে নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়।
দুপুরে নগরের বগুড়া রোডে ঝটিকা মিছিল করেন নগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। নগরের আমানতগঞ্জ এলাকায় একই সময়ে মিছিল করেন নগর শ্রমিক দলের নেতা-কর্মীরা। সকালে নগরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড নথুল্লাবাদে মিছিল করে শ্রমিক দল।
রাজশাহী : রাজশাহীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই যাত্রীবাহী বাসটির। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার রাজশাহীর গোদাগাড়ী উদপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ওই বাসে অগ্নিসংযোগ ঘটানো হয়।
পাবনা : পাবনা শহরের বড় বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে পিকেটিং ও গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা।
সিলেট : সিলেটে হরতালের সমর্থনে মিছিল বের করে মহানগর স্বেচ্ছাসেবক দল। পরে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় সরকারবিরোধী নানা স্লোগান দেন নেতাকর্মীরা। তবে সেখানে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা।
চট্টগ্রাম : চট্টগ্রামের সাগরিকা মোড়ে ঝটিকা মিছিল বের করে মহানগর মহিলা দল। মিছিলটি কিছুদূর যাওয়ার পর পুলিশি বাধার মুখে পড়ে ছত্রভঙ্গ হয়ে যায়। পিকেটিং করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। হরতালের কারণে নগরীতে সীমিত পরিসরে চলছে যানবাহন।
এসএইচ-০১/১৯/২৩ (ন্যাশনাল ডেস্ক)