আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি গত জাতীয় নির্বাচনের তুলনায় প্রায় ১৭ শতাংশ কমেছে।
গত চার দিনে মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হওয়ার তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। মনোনয়ন ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মোট ৪ হাজার ৩৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিটি ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। এবার তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়। গত নির্বচনে বেশি ফরম বিক্রি হলেও আয় বেশি হয়েছে এবার।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গত ১৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া শুরু হয়। আজ ২১ নভেম্বর ফরম বিক্রির কাজ শেষ হয়েছে।
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের মনোনয়ন ফরম বিক্রি থেকে আয়ের তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।
এসএইচ-১০/২১/২৩ (ন্যাশনাল ডেস্ব)