নির্বাচন কমিশনের তৈরি ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ হ্যাক করার চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম। তিনি জানিয়েছেন, অ্যাপটি থেকে তিনটি দেশ থেকে হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়েছে। দুপুর ১টার দিকে সারা দেশের নির্বাচন পরিস্থিতি জানাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মো. জাহাংগীর আলম বলেন, ‘আমরা সকাল থেকে করছি, রাতেও কাজ করেছি। (অ্যাপ স্লো কেন এ বিষয়ে) এখন আমাদের কাছে যে তথ্য আছে সেটা অনুযায়ী, জার্মানি, ইউক্রেন ও পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র থেকে অ্যাটাক করা হয়েছে (হ্যাকের জন্য)। অ্যাটাক করে স্লো করে দেওয়া হয়েছে। হ্যাক বলা যাবে না। আমাদের অ্যাকসেস রানিং বাট বাহির থেকে…. আমরা চেষ্টা চালাচ্ছি। এখনো কাজ চলছে বাট স্লো হয়ে আছে একদম। এটা হতেই পারে।’
গত বছর নির্বাচনের তফসিল ঘোষণার পর এই অ্যাপ সবার জন্য খুলে দেওয়ায় হয়। অ্যাপটির মাধ্যমে একজন ভোটার ঘরে বসে তাঁর ভোটার নম্বর জানতে পারবেন। পাশাপাশি তাঁর ভোটের এলাকা, নির্বাচনী আসন, ভোটকেন্দ্রের নামও জানতে পারবেন। এতে ভোটকেন্দ্রের ছবি, ভোটকেন্দ্রের ভৌগোলিক অবস্থান ম্যাপসহ দেখা যাবে।
এআর-০৯/০৭/০১ (ন্যাশনাল ডেস্ক)