নতুন মন্ত্রিসভার সদস্যরা আগামীকাল বৃহস্পতিবার শপথ নেবেন। এরই মধ্যে শপথ নিতে যাদের ডাকা হয়েছে তাঁদের নাম ঘোষণা করা হয়েছে। ৩৬ জন সদস্য নিয়ে গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা। এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন।
বুধবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।
এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যোগ দিতে বৃহস্পতিবার শপথ নেওয়ার জন্য সংসদ সদস্যদের আমন্ত্রণ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হচ্ছে।
পূর্ণ মন্ত্রী হচ্ছেন যারা
১. আ ক ম মোজাম্মেল হক
২. ওবায়দুল কাদের
৩. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
৪. আসাদুজ্জামান খান কামাল
৫ ডা. দীপু মনি
৬. তাজুল ইসলাম
৭. কর্নেল ফারুক খান
৮. আবুল হোসেন মাহমুদ আলী
৯. আনিসুল হক
১০. ড. হাছান মাহমুদ
১১. আব্দুস শহীদ
১২. সাধন চন্দ্র মজুমদার
১৩. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী
১৪. আব্দুর রহমান
১৫. নারায়ণ চন্দ্র চন্দ
১৬. আব্দুস সালাম
১৭. মহিবুল হাসান চৌধুরী নওফেল
১৮. ফরহাদ হোসেন
১৯. মো. ফরিদুল হক খান
২০. জিল্লুল হাকিম
২১. সাবের হোসেন চৌধুরী
২২. জাহাঙ্গীর কবির নানক
২৩. নাজমুল হাসান পাপন
২৪. স্থপতি ইয়াফেস ওসমান
২৫. সামন্ত লাল সেন।
এদের মধ্যে স্থপতি ইয়াফেস ওসমান ও সামন্ত লাল সেন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার। শপথ নেয়া পর্যন্ত আগের মন্ত্রিসভা বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
এআর-০২/১০/০১ (ন্যাশনাল ডেস্ক)