ছাত্র-জনতার সমর্থনেই নোবেলজয়ী ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে। তার নেতৃত্বে দেশে চলমান সহিংসতা ও সংকট কেটে যাবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৮ আগস্ট) কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
নতুন সরকার দেশে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে আশা প্রকাশ করে ফখরুল বলেন, অর্থনীতিকে সচল রাখার দ্রুত উদ্যোগ নেবে সরকার। অন্তবর্তীকালীন সরকার দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার কথা জানান ফখরুল।
এসময় আহতদের বর্ণনা দিতে গিয়ে এক সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব। বলেন, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের যে দৃশ্য দেখেছি তা সহ্য করার মতো না।
এআর-০৫/০৮/০৮ (জাতীয় ডেস্ক)