রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন গঠন

রাষ্ট্র সংস্কারে আরও চারটি কমিশন গঠন করেছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

চারটি সংস্কার কমিশনের মধ্যে স্বাস্থ্য কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডা এ কে আজাদ খান, গণমাধ্যম সংস্কার কমিশনে কামাল আহমেদ, শ্রমিক অধিকার কমিশনে সুলতান উদ্দীন আহমেদ এবং নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে শিরিন হককে।

এআর-০১/১৭/১০ (জাতীয় ডেস্ক)