নাটোরে ছাত্রীকে বিরক্ত করার দায়ে তরুণের সাজা

নাটোরের গুরুদাসপুরে স্কুলে যাওয়ার পথে ছাত্রীদের বিরক্ত ও অশ্লীল উক্তি করার অভিযোগে রমজিত আলী (২৫) নামে এক তরুণকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার সকালে এই দণ্ডাদেশ দেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচার মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত রমজিত আলী উপজেলার নাজিরপুর নতুনপাড়া মহল্লার মহরম আলীর ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মিজানুর রহমান জানান, নাজিরপুর বালিকা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের তিনজন ছাত্রী একসাথে উপজেলার নাজিরপুর বাজারের তিন রাস্তার মোড় হয়ে স্কুলে যাচ্ছিল। পথে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা রমজিত আলী তাদের গতিরোধ করে এবং অশ্লীল উক্তি করে।

ছাত্রীরা সেখান থেকে দৌঁড়ে স্কুলে চলে যায়। বিষয়টি তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজুল ইসলাম ফিরোজকে জানায়। প্রধান শিক্ষক ঘটনা জানার পরপরই গুরুদাসপুর থানা পুলিশকে মোবাইল ফোনে অভিযোগ করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রমজিত আলীকে আটক করে।

পরে তাকে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মিজানুর রহমান অভিযুক্ত রমজিত আলীকে তিন মাসের সাজা দিয়ে কারাগারে পাঠান।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনারুল ইসলাম বলেন, দুপুরে রমজিত আলীকে কারাগারে পাঠানো হয়েছে।

এসএইচ-২৯/১৩/১৯ (উত্তরাঞ্চল ডেস্ক)