নাটোরে সোভা পাচ্ছে পুলিশের ব্যাতিক্রমী বিলবোর্ড

‘অপকর্ম রোধে অপকর্মের ব্যবহার, মাদক বিক্রেতার বাড়ি হোক গণশৌচাগার’ এমনই এক ব্যাতিক্রম স্লোগান লিখে বিলবোর্ড টাঙিয়েছেন নাটোরের গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম। গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকায় এখন সেই বিলবোর্ড সোভা পাচ্ছে।

চলতি বছর গুরুদাসপুর থানায় যোগদানের পর থেকেই মাদক, সন্ত্রাস, জঙ্গি, জুয়া, বাল্যবিবাহসহ সমাজের সকল অপরাধ সাহসিকতার সঙ্গে দমন করে যাচ্ছেন ওসি মো. মোজাহারুল ইসলাম। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনাই তার কাজ বলে তিনি মনে করেন।

ওসি বলেন, গুরুদাসপুর উপজেলায় মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গিদের কোনো ঠাঁই হবে না। মাদক বিক্রেতা এবং অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

তাকে কোনো ছাড় দেয়া হবে না। পুলিশ সুপারের কঠোর নির্দেশে আমি উপজেলার বিভিন্ন এলাকাসহ পথে প্রান্তরে বিলবোর্ড লাগিয়েছি।

তিনি আরও বলেন, গুরুদাসপুর উপজেলায় মাদক বিক্রেতা নেই বললেই চলে। তারপরও তাদের জ্ঞ্যাতার্থে এই বিলবোর্ড লাগানো। অন্যায়ের বিপক্ষে আমরা সব সময় তৎপর।

বিএ-০১/২৯-০৫ (উত্তরাঞ্চল ডেস্ক)