মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার

চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর জনগণের প্রতি বর্তমান সরকারের দায়বদ্ধতা আরও বেড়েছে। তাই সরকার ভিশন বাস্তবায়নের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব দ্রুততম সময়ে বাংলাদেশকে বিশ্বে রোল মডেলে পরিণত করেছে।

রোববার নাটোরের সিংড়ায় নিজ বাসভবনে অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু ও অসুস্থ রোগীদের পরিবারকে নগদ অর্থ বিতরণকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পলক বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য। এ অগ্রযাত্রায় আগামী দিনগুলোতে অংশ নেবে প্রযুক্তিজ্ঞান সম্পন্ন দক্ষ ও মেধাবী তরুণ সমাজ। প্রযুক্তিনির্ভর অর্থনীতির পথে দেশ এগিয়ে যাবে একদিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন প্রমুখ।

বিএ-১২/০২-০৬ (উত্তরাঞ্চল ডেস্ক)