নাটোরে কলেজ ছাত্রকে গুলি করে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই

নাটোরের বড়াইগ্রামে আল আমিন (১৮) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যার পর তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে এই নির্মম ঘটনা ঘটে।

আল আমিন উপজেলার মকিমপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে এবং খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে আল আমিন তার পালসার মোটরসাইকেলে বাড়ি থেকে কদমচিলান বাজারের দিকে যাচ্ছিল। পথে বটতলা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার সামনে এলে পেছন দিক থেকে অপর একটি মোটরসাইকেলের তিন আরোহী তার গতিরোধ করে। ওই তিন দুর্বৃত্ত পথ আগলে তাকে গুলি করে।

গুলিবিদ্ধ হয়ে সে রাস্তার ওপর লুটিয়ে পড়লে তার মোটরসাইকেল নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা। এলাকাবাসী আল আমিনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি এবং পুলিশ কাউকে আটক করতেও সক্ষম হয়নি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

বিএ-১৭/০৫-০৭ (উত্তরাঞ্চল ডেস্ক)