নাটোরে স্কুলছাত্রকে বলাৎকার

ফাইল ছবি

নাটোরের সিংড়ায় আট বছরের এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র।

এলাকাবাসী জানায়, একই গ্রামের জালাল সরকারের ছেলে মৃদুল (১৮) বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে শিশুটিকে কৌশলে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে বলাৎকার করে। এসময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে মৃদুল পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, আমার ছেলেকে হাসপাতালে চিকিৎসা শেষে রাতেই বাড়িতে আনা হয়েছে। এখনো সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি।

তিনি জানান, গ্রামের প্রধানদের কাছে বিচার চেয়েছি। সুষ্ঠু বিচার না পেলে আইনগত ব্যবস্থা নেবো।

তবে, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, এ ঘটনায় কেউ তাকে অভিযোগ করেনি। তবে লোকমুখে তিনি ঘটনাটি শুনেছেন।

মিনহাজ উদ্দিন জানান, এ রকম অপরাধ যেই করুক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ যাতে এ ধরনের অপরাধ কেউ না করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিএ-১৫/০৭-০২ (উত্তরাঞ্চল ডেস্ক)