নাটোরে সরকারি খাদ্যগুদামে ৫৯১ বস্তা পচা চাল জব্দ

নাটোর সদর উপজেলার সরকারি খাদ্যগুদামে পচা চাল সরবরাহের সময় ৫৯১ বস্তা জব্দ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন।

বৃহস্পতিবার দুপুরে তিনটি চালকলের নামে নাটোর শহরের বড়গাছা এলাকায় সদর উপজেলা খাদ্যগুদামে ৫৯১ বস্তা পচা চাল গ্রহণ করেন সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মফিজ উদ্দিন।

পচা চালগুলোর মধ্যে ১৭৪ বস্তা খাদ্যগুদামে নেওয়ার পর খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চামকা জানান, সদর উপজেলার কাফুরিয়া এলাকার রহমান চালকল, দস্তনাবাদ এলাকার তৈয়ব চালকল ও নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর এলাকার মান্নান চালকলের নামে একটি ট্রাকে ৫৯১ বস্তা চাল সদর উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করা হয়।

সরবরাহকৃত চালগুলো নষ্ট থাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জব্দ করে তার জিম্মায় নিয়েছেন।
আর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন জানান, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ-০৬/১২/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)