নাটোরের দুই পৌরসভায় মেয়র হলেন যারা

নাটোর জেলার নাটোর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উমা চৌধুরী জলি এবং বাগাতিপাড়া পৌরসভায় স্থানীয় বিএনপি সমর্থিত সতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম লেলিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নাটোর পৌরসভার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উমা চৌধুরী জলি নৌকা মার্কা প্রতীকে ২০ হাজার ৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন নারিকেল গাছ প্রতীকে ১৩ হাজার ৭৮২ ভোট পেয়েছেন।

অপরদিকে, বাগাতিপাড়া পৌরসভায় স্থানীয় বিএনপি সমর্থিত সতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম লেলিন ২ হাজার ২৮৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাইমুন সুলতান ২ হাজার ১৮৮ ভোট পেয়েছেন।

এর আগে রোববার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত এই দুই পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলে। সকালে তীব্র শীতের কারণে কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে।

উল্লেখ্য, নাটোরে পৌরসভায় প্রায় ৬৪ হাজার এবং বাগাতিপাড়া পৌরসভায় প্রায় আট হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এসএইচ-২৪/১৬/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)