নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে প্রাইভেটকার ও মাইক্রোবাসের সংঘর্ষে আব্দুল করিম নামে প্রাইভেটকারের যাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ঢাকা আমিন বাজার এলাকার আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোরের দিক থেকে কাজ শেষে প্রাইভেটকারে করে ঢাকায় আমিন বাজারে ফিরছিলেন আব্দুল করিম। পথে বনপাড়া হাটিকমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে আব্দুল করিম গুরুতর আহত হলে স্থানীয় বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এসএইচ-১১/০৪/২৩ (উত্তরাঞ্চল ডেস্ক)