সৈয়দপুর-কক্সবাজার চালু হচ্ছে বিমানের সরাসরি ফ্লাইট

ক্রমবর্ধমান যাত্রী চাহিদার কথা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

সিভিল এভিয়েশনের অনুমোদন পেলে খুব শিগগিরই ফ্লাইট শিডিউল ঘোষণা করা হবে বলে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ্‌ মোস্তফা কামাল। এরই মধ্যে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

বিমানের বহরে নতুন তিনটি ড্যাশ এইট সংযোজনের পর নতুন নতুন অভ্যন্তরীণ রুট চালুর উদ্যোগ নেয় এয়ারলাইন্সটি। সবশেষ কক্সবাজার-সিলেট, চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন ফ্লাইট চালু করেছিল বিমান সংস্থাটি।

বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, বিমানের এই নতুন রুটটি পর্যটন নগরী কক্সবাজারের সাথে উত্তরবঙ্গের জেলাগুলোকে আকাশপথে সংযুক্ত করবে। এর মাধ্যমে দেশীয় পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এবং দেশের উত্তর অঞ্চলের সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের সেতুবন্ধন তৈরি হবে।

অঞ্চল দুইটির মধ্যে পর্যটন শিল্পের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে সাহায্য করবে বিমানের এই ফ্লাইট।

শিগগিরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটের ফ্লাইট শিডিউল ঘোষণা করবে বলে জানান তিনি।

এসএইচ-১৩/১৪/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)