মসজিদ সংস্কার নিয়ে সংঘর্ষে আহত সভাপতির মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে মসজিদ সংস্কার নিয়ে সংঘর্ষে আহত মসজিদ কমিটির সভাপতি অলিয়ার রহমান (৭০) মারা গেছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অলিয়ার রহমান উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের বাসিন্দা। তিনি উফারমারা বায়তুল আমান জামে মসজিদের সভাপতি ছিলেন।

জানা যায়, গত ২১ ডিসেম্বর লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামে পুরোনো মসজিদ সরিয়ে পুনর্নির্মাণকে কেন্দ্র করে মাথায় লোহার লাঙলের আঘাতে গুরুতর আহত হন মসজিদের সভাপতি অলিয়ার রহমান। পরে আহতাবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উফারমারা বায়তুল আমান জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম বলেন, মসজিদ পুনর্নির্মাণ ও সরিয়ে নেয়ার আলোচনায় এবং সিদ্ধান্তে সবার পাশাপাশি অনুদানদাতা হামিদুল এবং তার ভাইয়েরাও সম্মত ছিলেন। এমনকি তিন ভাই অনুদানও দিয়েছেন। কিন্তু হঠাৎ করে পুরোনো মসজিদটি সরানোয় বাধা দিয়ে সভাপতিকে কেন আঘাত করল, বুঝতে পারছি না।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘এ ঘটনায় অলিয়ার রহমানের ছোট ছেলে শাহ আলম বাদী হয়ে ওই দিন থানায় একটি মামলা দেয়। অভিযুক্ত হামিদুল ইসলামের স্ত্রী আঞ্জু বেগমকে গ্রেফতার করা হয়। আজ (মঙ্গলবার) সকালে জামিনের জন্য আসামিরা লালমনিরহাট আদালতে গেলে সেখান থেকে সাতজনকে আটক করে পুলিশ।’

এআর-০৩/২৭/১২ (উত্তরাঞ্চল ডেস্ক)