গোদাগাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে দেড় হাজার কম্বল বিতরণ করেছেন প্যানেল মেয়র শহিদুল ইসলাম।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এসব কম্বল বিতরণ করা হয়। গত সাত দিন ধরে ৬নং ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে রাতের আধারে শীতার্ত পরিবারের অজান্তে ঘুমিয়ে থাকা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন, প্যানেল মেয়র শহিদুর ইসলাম।

শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে দেড় হাজার কম্বল বিতরণ করা হয়। এ কম্বল বিতরণ করায় তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন বলে জানায়, স্থানীয় সাধারণ মানুষ।

গোদাগাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শহিদুর ইসলাম বলেন, আল্লাহতায়ালা আমাকে জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। তাই যতদিন বেঁচে থাকবো জনগণের সেবা করে যাবো।

সেই সাথে ৬নং ওয়ার্ডকে মাদক, বাল্য বিবাহ ও সন্ত্রাস মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তিনি।

এলএস- ০৩/২৪/০১ (উত্তরাঞ্চল ডেস্ক)

Exit mobile version