রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও ২৮ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার (১৯ ফেব্রুয়ারি) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুম আব্দুস সাত্তারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আব্দুস সাত্তার রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এলএস-০৮/১৯/০২ (উত্তরাঞ্চল ডেস্ক)