রাস্তা প্রশস্তকরণ কাজ পরিদর্শনে রাসিক মেয়র

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর তালাইমারী বালুরঘাট হতে ফুলতলা মোড় পর্যন্ত বর্তমান ৮ ফুটের প্রশস্ত সড়ক ২৪ ফুটে উন্নীত করা হচ্ছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সড়কটির চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

পরিদর্শনকালে সড়ক প্রশস্তশরন কাজ দ্রুত সময়ে সমাপ্তকরণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন রাসিক মেয়র।পরিদর্শনকালে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী এবিএম হাবিবুল্লাহ ডলার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তালাইমারী বালুরঘাট হতে ফুলতলা মোড় পর্যন্ত বর্তমান ৮ ফুট প্রশস্ত সড়ক ২৪ ফুটে উন্নীত করা হচ্ছে। সড়কটির উভয়পাশে থাকবে আরো ৫ ফুট হার্ডসোল্ডার। এছাড়াও এ প্যাকেজের আওতায় স্লোপ প্রটেকশন ব্লকপিচিং, কানেকটিং ড্রেন ও সিড়ি নির্মাণ করা হচ্ছে। সড়কটি প্রশস্তশরণের ফলে অত্র এলাকার মানুষের চলাচলে দীর্ঘদিনের অসুবিধা দূর হবে।

এলএস-১০/১৯/০২ (উত্তরাঞ্চল ডেস্ক)