রাবিতে বীমা দিবস উদযাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বীমা দিবস উদযাপিত হয়েছে। আজ (বুধবার) ১ মার্চ ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে থেকে র‌্যালি বের করে বিভাগের শিক্ষক – শিক্ষার্থীরা। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়।

র‌্যালি শেষে আলোচনা সভায় ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের সভাপতি মো: তৌহিদুল আলম বলেন, মানুষের জীবন ও সম্পত্তির বিভিন্ন ধরনের ঝুঁকি কমাতে বীমার কোন বিকল্প নেই। পেনশন বীমার মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে। গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে এ শিল্পের বিকাশ সম্ভব।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ ইনস্যুরেন্স শিল্পের দক্ষ মানব সম্পদ তৈরীতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিশ্ববিদ্যালয়েল ছাত্র-ছাত্রীদের বীমা সম্পর্কিত জ্ঞান বৃদ্ধিতে এ দিবস ও র‌্যালি অবদান রাখবে বলে আমি মনে করি।

অনুষ্ঠানের বিভাগের তিন শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এলএস-০২.০৩.২৩ (নিজস্ব প্রতিবেদক)