রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও সনদপত্র বিতরণ

রাজশাহীতে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) বেলা ১১ টার দিকে নগরীর একটি রেস্তোরায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জাতীয় মহিলা সংস্থা রাজশাহী চেয়ারম্যান মর্জিনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংক, রাজশাহী চেম্বারের পরিচালক আসাদুজ্জামান রবি, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, রাজশাহী জেলা মহিলা সংস্থার কর্মকর্তা সাদিকুল ইসলাম, রাজশাহী জেলা মহিলা বিষয়ক কর্যালয়ের উপ-পরিচালক শবনম শিরিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থা রাজশাহীর চেয়ারম্যান মর্জিনা পারভীন। পরে রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীদের মাঝে সদনপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

এআর-১০/১৬/০৫ (উত্তরাঞ্চল ডেস্ক)