রাজশাহীর এক চিকিৎসকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে ওই চিকিৎসক ও তাঁর বোনকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় এক যুবককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দিয়েছেন।
পৃথক তিনটি ধারায় তাঁকে এ কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রাশেদুল ইসলাম (৩৩)। রাজশাহী নগরের রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার বাসিন্দা তিনি।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ভুক্তভোগী চিকিৎসকের বোন একজন সংবাদপাঠক। ২০২১ সালের অক্টোবরে আসামি রাশেদুল ইসলাম ওই নারীর নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। এই আইডি থেকে থেকে ওই নারী ও তাঁর চিকিৎসক ভাই সম্পর্কে আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে এলে ওই নারী সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আসামির নাম-ঠিকানা বেরিয়ে আসে। এরপর আদালতে তাঁর বিচার শুরু হয়। এ মামলারই রায় ঘোষণা করলেন আদালত। আদালত তাঁকে দুটি ধারায় দুই বছর করে এবং অন্য এক ধারায় এক বছরের কারাদণ্ড দিয়েছেন। সব কটি ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করে দিয়েছেন আদালত।
এআর-১০/১৭/০৫ (উত্তরাঞ্চল ডেস্ক)